সাভার আশুলিয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবকরাই গড়বে সোনার বাংলাদেশ। সংকটের,সংগ্রামে, অর্জনে যুবলীগের ৪৮ বছর শুভ জন্মদিন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশক্রমে আশুলিয়া থানার অন্তর্গত। আশুলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ( বৃক্ষরোপন কর্মসূচি পালন ) ও যুবলীগের নৃত্তবৃন্দ কেক কেটে শুভ জন্মদিন পালন করেন। আড়া গাও সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আশুলিয়া ইউনিয়নের যুবলীগ সংগ্রামী সভাপতি মোঃ আনোয়ার হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক – রাসেল মাদবর, সহ- সভাপতি হাজী মোশারফ খান, আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ডের সভাপতি ওয়াকিল মাদবর, সাধারণ সম্পাদক মোঃ সুমন উদ্দিন হাওলাদার, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রনি মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ মুন্সি, ৮ নং ওয়ার্ডের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আরো অনেকেই এ সভায় উপস্থিত ছিলেন।
এ সময় আশুলিয়া ইউনিয়নের যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ আনোয়ার হোসেন মন্ডল বলেন, আমি বিশ্বাস করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমাদের সকলের সোনালী ভবিষ্যৎ। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতিতের গৌরবময় ভূমিকার মতই দায়িত্বশীল ভূমিকা পালনে যুবলীগ প্রতিসূতিবদ্ব। আশুলিয়ার থানা যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবন্ধদের মাঝে হুই চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতি মোঃ আনোয়ার হোসেন মন্ডল সকলকে শুভেচ্ছা জানিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
Leave a Reply