ধাপেরহাটে একটি পরত্যাক্ত ব্যাগ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধ্যার।সাদুল্যাপুর উপজেলার ইদিলপুরের একবারপুর গ্রামে আজ দুপুরে ঝোপের মধ্যে পড়ে থাকা ব্যাগ তল্লাশী করে অনুমান ৭০০ গ্রাম গাজা উদ্ধ্যার করেছে পুলিশ, রাস্তার পাশে একটি জংগলে ব্যাগটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়,ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই তরিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ ঘটনাস্হলে গিয়ে জনসম্মুখে ব্যাগটি খুলে তল্লাশী করে এসময় ব্যাগের ভিতর পুরাতন কিছু জামাকাপড়ের মধ্যে পলিথিনে মোড়ানে পরিত্যাক্ত অবস্হায় অনুমান ৭০০ গ্রাম শুকনা গাজা পাওয়া গেছে। ,এস,আই তরিকুল ইসলান বিষয়টি নিশ্চিত করে জানান,কে বা কাহারা পরিত্যাক্ত গাজার ব্যাগটি ফেলে রেখে গেছে।
Leave a Reply