সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের ইটালি ফেরত প্রবাসী, মোঃ মাহিদুর রহমান হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরাঘুরি করায় মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে ১৯ মার্চ-২০২০ বৃহস্পতিবার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, দণ্ডবিধি, ১৮৬০ এর আলোকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং তাকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশ দেন, সেই সাথে এলাকাবাসীকে ও সতর্ক করা হয় কোন প্রবাসী দেশে আসলে তাকে যেন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সহায়তা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
Leave a Reply