আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রসঙ্গে সাতক্ষীরা পৌরসভার কর্মহীন ও দুস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরন কল্পে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী কর্তৃক পৌরসভার সকল কাউন্সিলরদের কাছে যার যার এলাকার জন্য উক্ত খাদ্য সামগ্রী তুলে দেন পৌর এলাকার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। জানা গেছে সাতক্ষীরায় পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিতরণকৃত পৌরসভায় মোট খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৩৭ মেট্রিক টন চাউল, ১ লক্ষ ৭০ হাজার নগদ টাকা সরকারী বরাদ্দকৃত ও ৭ লক্ষ ৫৪ হাজার টাকা পৌরসভার নিজস্ব তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে। উক্ত খাদ্য সামগ্রী পৌর কাউন্সিলরবৃন্দ সমগ্র পৌরসভার ৭ হাজার কর্মহীন ও অসহায় পরিবারে মাঝে পৌঁছে দেবেন। খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে আজ ২ এপ্রিল-২০২০ রোজ বৃহসপতিবার সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী বলেন কেউ অযথা বাড়ির বাহির হবেন না। জনসমাবেশ ঘটাবেন না সকল পৌরবাসীর বাড়ি বাড়ি উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
Leave a Reply