সাতক্ষীরা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা (টিভিজেএএস) এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) সকালে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য অফিসে এক সাধারণ সভায় ইনডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেমকে আহবায়ক ও চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে, সদস্য সচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টিভি চ্যানেলে কর্মরত ১১ জন জেলা প্রতিনিধি। এ সময় উপস্থিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাত বারের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম ও সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত হন। তাদের পরামর্শ অনুযায়ী আহবায়ক কমিটি গঠন ও এর রূপরেখা চূড়ান্ত করা হয়। আগামি তিন মাসের মধ্যে একটি গঠণতন্ত্র প্রণয়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, একুশে টিভির মনিরুল ইসলাম মিনি, চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, আরটিভির রামকৃষ্ণ চক্রবতী দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ডিবিসি নিউজ এর এম জিল্লুর রহমান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল নাইনের কৃষ্ণ ব্যানার্জি, বাংলা টিভির গোপাল কুমার মন্ডল ও এনটিভির সুভাষ চৌধুরী। ১৯ জুন শনিবার বীর মুক্তিযোদ্ধা দৈনিক পত্রদূত সম্পাদক শহিদ স ম আলাউদ্দিনের মাজার জিয়ারত দোয়া মাহফিল ও স্মরণ সভার মধ্য দিয়ে নতুন আহবায়ক কমিটি তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন আহবায়ক আবুল কাসেম ও সদস্য সচিব আমিনা বিলকিস ময়না।
Leave a Reply