সাতক্ষীরা জেলা পুলিশের নজিরবিহীন সাফল্যে সাতক্ষীরাবাসী আজ যার পর নাই মুগ্ধ।
যত অন্যায় আর অসংগতির বিরুদ্ধে বলিষ্ঠ ভুমিকা রাখায় সর্ব মহলের প্রশংসা কুড়িয়ে চলেছেন। সাতক্ষীরা পুলিশের ধারাবাহিক সাফল্যের একটি নজির আজ স্থাপন করলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ(পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) ।
আজ ১৮ ই জানুয়ারি চুরি যাওয়া ২৩ টি মোবাইল সকালে আসল মালিকদের কাছে হস্তান্তর করেন। এসব ফোন বিভিন্ন সময়ে চুরি হয়ে যায়, হারিয়ে যায়। মোবাইল ফোনগুলি মির্জা সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরার ঐকান্তিক প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মোবাইল ফোনগুলি আজ আসল মালিককে ফিরিয়ে দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সাতক্ষীরা।
Leave a Reply