সাতক্ষীরা জেলা পরিষদ জামে মসজিদ এর উদ্বোধন
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা পরিষদ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহসপতিবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্ব মো: নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, জেলা পরিষদ মসজিদ এর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদেৌস, প্যানেল চেয়ারম্যান, সৈয়দ আমিনুর রহমান (বাবু), জেলা পরিষদের সদস্য মো: মতিয়ার রহমান, শাহনওয়াজ পারভীন মিলি, আল ফেরদৌস, এম এ হাকিম, মো: মহিতুর রহমান, মো: জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এস, এম খলিলুর রহমানসহ সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সম্মানিত মুসল্লিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্যঃ সাতক্ষীরা জেলা পরিষদ কম্পাউন্ডে রাজস্ব তহবিলের আওতায় (দুই কোটি চুয়াত্তর লক্ষ আশি হাজার) টাকায় গৃহীত ১৪টি প্রকল্প বাস্তবায়নাধীন।
প্রকল্পগুলির অধিকাংশ কাজই প্রায়ই শেষ পর্যায়ে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলির ধারাবাহিকতায় আজ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হলো।
Leave a Reply