সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় চেম্বার অব কর্মাস ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই কমিটির নেতৃবৃন্দ কে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়।
শপথ গ্রহণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদৌলা সাগর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এহছান বাহার বুলবুল।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, আবুল কালাম, সিরাজুল ইসলাম, মীর ওমর আলী, যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার, তফুর আলী, মফিজুল ইসালাম আহসান আলী প্রমুখ।
Leave a Reply