করোনা ঝুঁকিমুক্ত রাখতে সাতক্ষীরা জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল প্রকার যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ লক্ষে আজ বুধবার ৮ মার্চ-২০২০ বেলা ১ ঘটিকার সময় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল তার কার্যালয়ে উক্ত ঘোষনা দেন।
তবে জরুরী সেবা চালু থাকবে বলে তিনি জানান। সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল আরো জানান, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় ঐ সকল জেলা লকডাউন ঘোষণার প্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে।
এ প্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে সাতক্ষীরা জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্ত: উপজেলা সীমান্ত জরুরী সেবা ব্যতীত সকল প্রকার যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। জেলা প্রশাসক আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরী সেবা (রোগীবাহী গাড়ী, ঔষধ পণ্যবাহী গাড়ী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি) মালামালবাহী গাড়ী চালু থাকবে। সে লক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ সাতক্ষীরার সাথে সংযুক্ত সকল থানা এলাকায় পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।
Leave a Reply