আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড শেষে করোনার ভূয়া রিপোর্ট দেয়া আলোচিত প্রতারক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে হাজির করা হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে র্যাব কর্তৃক সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার রায়ের আদালতে হাজির করা হয়।
আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গত ২৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল করিমের আবেদনের প্রেক্ষিতে দেবহাটা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় আলোচিত প্রতারক সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
Leave a Reply