সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ মে) দুপুরে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাড. শাহ আলমকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি ভার্চুয়াল একটি মামলার শুনানি চলাকালে সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তিনি (পিপি) নিজে বাদী হয়ে ও ফেসবুকে মানহানিকর ছবি ছাড়ার অভিযোগে অ্যাড. লিয়াকত আলী জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
Leave a Reply