সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামিরা শাস্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন, মামলার বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন। একই সাথে তিনি বিচারাধীন এ সংক্রান্ত অস্ত্র ও বিস্ফোরক মামলায়ও আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন। বার্ধক্যজনিত কারণে কলারোয়ার বাসভবনে অবস্থানরত মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সাতক্ষীরা’র কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার আসামিদের শাস্তি হওয়ায় আমি সন্তোষ প্রকাশ করছি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকালে মামলা ৫০ জন আসামির সকলকে ৫ থেকে ১০ বছর অবধি বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করে বিকালে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় একই স্থানে সমবেত হয়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আসলাম আলী, মনিরুল ইসলাম, কাউন্সিলর আকিমুদ্দিন আকি, মেসবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মফিজুল হক, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুজ্জামান মুন্না, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সরদার আনসার আলী, নিশান, কেড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল কুদ্দুস প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply