1. banglawebs@matrijagattv.com : banglawebs :
  2. khansalimrahman@gmail.com : Matrijagat TV : Matrijagat TV
  3. info@matrijagattv.com : matrijagattv1 :
  4. hello@matrijagattv.com : matrijagattv2 :
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

সাতক্ষীরায় মসজিদের টাকা আদায় কে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ! Matrijagat TV

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২০

সাতক্ষীরায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত্যু মোক্তার সরদারের ছেলে শওকত সরদার (৬০) সে দেশব্যাপী আলোচিত রক্ত নালির টিউমার আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির নানা, তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সূত্রে প্রকাশ শুক্রবার সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন এর উত্তর শিবনগর জামে মসজিদে জুমার নামাজান্তে মসজিদ উন্নয়নের টাকা আদায় কে কেন্দ্র করে শামিম নামে এক যুবকের সাথে তর্কের সৃষ্টি হয়,নিহতের ছেলে হাবিবুর অপমানিত হয়ে নামাজ শেষে বাড়ি পৌঁছে তার পিতা শওকতকে ঘটনা জানায়। শওকত সাথে সাথে মসজিদের সামনে এসে শামিমের পিতা ফজলুকে ঘটনার নালিশ জানায়।

এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় শামিমের নেতৃত্বে ফারুক, শরিফুলসহ ৮/১০ জন লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শওকতের মাথায় কোপ মারে এবং অন্যান্যরা এলোপাতাড়িভাবে মারপিট করে। স্থানীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরার সদর হাসপাতেল ভর্তি করলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শনিবার ৪ এপ্রিল রাত ৯টায় সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর