সরকারি নির্দেশ অমান্য করে বিদেশ ফেরত এক ব্যাক্তি করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালের কোয়ারান্টাইন বিভাগে ভর্তি না হয়ে জনসম্মুখে ঘুরাঘুরির দায়ে জরিমানার শিকার হয়েছেন।
জানা গেছে সাতক্ষীরা জেলা সদরের কামালনগর গ্রামের বিদেশ ফেরত প্রবাসী, মোঃ কামরুজ্জামান হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরাঘুরি করায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন। দণ্ডবিধি, ১৮৬০ এর আলোকে মোবাইল কোর্টের মাধ্যমে ঐ প্রবাসীকে দশ হাজার (১০,০০০) টাকা জরিমানা করা হয় এবং তাকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply