সাতক্ষীরায় নিষিদ্ধ নোট গাইড বই গুদামজাত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ নোট গাইড জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের বই বাজারে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মুনজিতপুর এলাকার ওয়াছেত মোল্লার পুত্র বই মেলার মালিক জাহাঙ্গীর আলম ও আব্দুস ছোবহানের পুত্র পপি লাইব্রেরির মালিক আব্দুল্লাহ আল মামুন।
সদর সার্কেল মির্জা সালাউদ্দীন জানান, অবৈধ নোটগাইডের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সদর সার্কেলের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবিপুলিশের যৌথ অভিযান শহরের বই মেলা ও পপি লাইব্রেরিতে পরিচালিত হয়। অভিযান চালনাকালে তিনটি গোডাউনের অস্তিত্ব পাওয়া যায়। তাদের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত নোট গাইড জব্দ করা হয় এবং ওই দুই ব্যবসায়ী জাহাঙ্গীর ও মামুনকে আটক করা হয়। নোট গাইড নিষিদ্ধকরণ আইন ১৯৮০ সালের আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Leave a Reply