শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

সাতক্ষীরায় পাখি শিকার কালে ৩ জন পুলিশের খাচায় বন্দি : ? মাতৃজগত টিভি

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলার বসন্তপুর এলাকায় পাখি শিকারকালে দেবহাটা থানার এএসআই ইমামুল ইসলাম ও মাজেদুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শিকারকৃত চারটি বিরল প্রজাতির সবুজ ঘুঘু, একটি বক পাখি ও ইয়ারগান সহ সোমবার সকাল ১০টায় আটক করেন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন মোবাইল কোর্ট পরিচালনা করে বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারা মতে আটককৃত তিন পাখি শিকারীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেকের ৭ দিন করে কারাদন্ডাদেশ প্রদান এবং শিকারে ব্যবহৃত ইয়ারগানটি জব্দ করেন।

আটককৃত তিন পাখি শিকারী হলো- উপজেলার নাংলা গ্রামের শহিদুল ইসলামের দুই ছেলে আল-আমিন (২৩), আলাউদ্দীন (২০) ও আনোয়ার আলী গাজীর ছেলে আবুল কালাম আজাদ (২৪)। বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শিকারকৃত পাখি ও ইয়ারগানসহ তাদেরকে আটক করেছে। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পাখি শিকারিদের গ্রেপ্তারে বিষয়ে দেবহাটা থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581