সাতক্ষীরায় চিকিৎসকের অভাবে ভ্যানের উপরেই গৃহবধুর সন্তান প্রসব হওয়ার দুঃখ জনক ঘটনা ঘটেছে?
ঘটনার বিবরণে প্রকাশ গত পহেলা মে সকালে সদর হাসপাতালের জরুরী বিভাগের বাইরেই এই ঘটনা ঘটে।
ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে ওঠা সাতক্ষীরা শহরে শত শত ক্লিনিক থাকলেও কয়েক জায়গায় ঘুরে ও মেলেনি একজন প্রসুতি মায়ের ডেলিভারি চিকিৎসা।
উপায়ন্ত না পেয়ে ওই দিন সকালে তারা ছুটে যান সাতক্ষীরা সদর হাসপাতালে।
সেখানে জরুরি বিভাগের সহায়তা না পেয়ে প্রসুতির পানি ভাঙতে থাকায় সঙ্গে থাকা লোকজন ভ্যানের উপরেই কাপড় ঘিরে ডেলিভারি করান ওই প্রসুতি গৃহবধূর।
সরেজমিনে আরো জানা গেছে সাতক্ষীরা সদরের কাটিয়া ঝুটিতলা ঋষিপাড়া এলাকার বাসিন্দা শ্রী পরেশ চন্দ্র দাশ এর কন্যা ও সদরের ছনকা গ্রামের বিধান কুমার দাশের স্ত্রী অন্তঃসত্ত্বা শিমুলী রাণীর প্রসব বেদনা উঠলে প্রথমে সিবি হাসপাতাল, ডক্টর ল্যাব ও পরে সদর হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানকার কেউ বিষয় টি আমলে নেয়নি?
ডাক্তার বা কোন নার্সের সহযোগিতা না পেয়ে হাসপাতালের বাইরে ভানের উপরে কাপড় টাঙ্গিয়ে সাথে থাকা মহিলারা ভ্যানেই সন্তান প্রসব করান।
এবং প্রসুতি মাকে নিয়ে তারা বাড়ি অভিমুখে রওনা হন।
তবে আশার কথা হলো সরেজমিনে আজ ঝুটিতলা পরিদর্শনে সন্তানসহ প্রসুতি মাকে সুস্থ অবস্থায় দেখা গেছে।
এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সাফায়ত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয় টি তখন জানতেন না বলে জানান,
তিনি আরো জানান বিষয় টি সত্যি হলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply