গাঁজাসহ সাতক্ষীরা পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মমিনুল্লাহ মোহন (৫৫) কে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। মমিনুল্লাহ মোহন সাতক্ষীরা শহরের মৃত খয়বার সরদারের ছেলে ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার। শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই হেকমত আলীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার কদমখালী এলাকায় মমিনুল্লাহ মোহনের মৎস্য ঘেরের একতলা বিল্ডিংয়ে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশী করে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, আটককৃত মমিনুল্লাহ মোহনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং-০৮ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply