আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশে আজ বৃহসপতিবার (১৩ আগস্ট) সাতক্ষীরা জেলার বিভিন্ন গণপপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় করোনাকালীন মাস্কবিহীন অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করাসহ সরকারি নির্দেশনা সমূহ অমান্য করায়, গণপরিবহনে ৩টি মামলায় ৩৫০০ টাকার অর্থদন্ড আদায় করা হয়। এসময় যাত্রীদের ও স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য অনুরোধ করা হয়।
জেলা প্রশাসনেরে পক্ষ থেকে সকলের উদ্দেশ্য বলা হয়, আসুন আমরা সবাই সরকারি নির্দেশনা মেনে চলি করোনা প্রতিরোধ করি।
নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পরিধান করি।
জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply