সাতক্ষীরায় কোচিং সেন্টার বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২ ফেব্রুয়ারি দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী সাতক্ষীরা শহরের কলেজ রোড, রাজারবাগান ও পোস্ট অফিস মোড়ের অনু কোচিং, গ্যালাক্সি কোচিং, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, কনফিডেন্স কোচিং, ইডেন কোচিংসহ অন্যান্য কোচিং সেন্টারে অভিযান চালান। যদিও সরকারি আদেশ অনুযায়ী কোচিং সেন্টার বন্ধ অবস্থায় তালাবদ্ধ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে জেলার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। যেসকল কোচিং সেন্টার সরকারি আদেশ অমান্য করে গোপনে গোপনে চালু রাখা হচ্ছে, তাদের তথ্য প্রদানের জন্য ইন্টিলিজেন্স এজেন্সির সহায়তা চাওয়া হয়েছে। সরকারি আদেশ অমান্য করে যারা এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং চালু রাখবে বা এসএসসি পরীক্ষাকে কোনরকম প্রভাবিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply