মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় করোনা সংক্রান্ত সভায় সবার খাদ্র সামগ্রী ঘরে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত! Matrijagat TV

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২০

‘করোনা মোকাবেলায় মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ব্যপারে সবায় সচেতন না হলে পরিস্থিতি আরো গুরুত্বর পর্যায়ে পৌঁছাতে পারে বলে মত প্রকাশ করা হয়। খাদ্য সহায়তা প্রদানের নামে কারও নিকট থেকে অর্থ গ্রহণ বা স্বজনপ্রীতি করা যাবে না।

দরিদ্র জনগণকে অনাহার থেকে রক্ষকরে, দরিদ্রদের বাসস্থান চিহ্নিত করে, তার ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিতে হবে। তাঁদের ঘরের বাইরে এনে সারিবদ্ধ হতে বললে সামাজিক দূরত্ব নিশ্চিত করা কঠিন হতে পারে। সমাজে এমন কিছু মানুষ আছে, যারা লোক লজ্জায় খাদ্যসহায়তা চাইবে না কিন্তু তাদেরও খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। আবাদি-অনাবাদি সকল কৃষি জমি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। যাতে খাদ্য শষ্য উৎপাদন ব্যহত না হয়।

এজন্য প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহায়তা দিতে হবে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, না হলে রাষ্ট্রের অগ্রগতি ব্যাহত হবে।’ ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’ স্লোগানে সাতক্ষীরায় জরুরী মতবিনিময় ও পর্যালোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ লক্ষে আজ রোববার ৫ এপ্রিল-২০২০ দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এমরনির ইসলাম, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপ্পি, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ওবায়েদুস সুলতান বাবলু, আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম,সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক গাজী ফারহাদ, আজিজুল ইসলাম ইমরানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সকল সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581