বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:৩২ অপরাহ্ন

সাতক্ষীরায় এক স্বাস্থ্য কর্মী করোনা সনাক্ত! 📺 Matrijagat TV

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

 

অবশেষে সাতক্ষীরা জেলায় এবার প্রথম বারের মতো একজন করনা রুগী সনাক্ত হয়েছে।
তিনি যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মি গতকাল যশোরে পরীক্ষার জন্য নমুনা দিয়ে সাতক্ষীরার বাসায় চলে আসেন। আজ ২৬ এপ্রিল -২০২০ সকালে তার করোনা পজিটিভ হয়েছে মর্মে সাতক্ষীরা সিভিল সার্জন প্রথমে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল কে বিষয় টি অবহিত করেন।
জেলা প্রশাসক জানান আমি আক্রান্তের সাথে কথা বলেছি। তার বাড়ি সাতক্ষীরা জেলা সদরের উত্তর কাটিয়ায় নিরালা এলাকার আমিনুর রহমান এর ছেলে মাহমুদুর রহমান, জেলা প্রশাসক জানান, সে যেন মানসিকভাবে চাঙ্গা থাকে এবং দুশ্চিন্তা না করে বা নিজেকে দোষারোপ না করে সে বিষয়ে তাকে পরামর্শ দিয়েছি।
জেলা প্রশাসক তাকে আশ্বস্ত করে আরো বলেনঃ আমরা তোমার পাশে আছি, তুমি দ্রুত আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ।
ইতোমধ্যে ঐ বাড়িসহ তার সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। যেহেতু তিনি একটি আক্রান্ত জেলার হাসপাতালে চাকরি করতেন সে কারণে তার আক্রান্ত হওয়া খুবই স্বাভাবিক।
সাতক্ষীরা জেলা প্রশাসক, সিভিল সার্জনকে অনুরোধ করেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বা খুলনায় তার নমুনা পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে।
জেলা প্রশাসক সাতক্ষীরা বাসীর উদ্দেশ্য বলেন
এ সংবাদে আতঙ্কিত না হয়ে অধিক সতর্ক হোন। সবাইকে মনে রাখতে হবে বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর অধিকাংশ দেশ আজ করোনা ভাইরাস এ আক্রান্ত, বাংলাদেশের প্রায় সব জেলা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581