জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম ও পোনা রক্ষায় অবৈধ জাল বন্ধে সাতক্ষীরাসহ ১৩ জেলায় হবে বিশেষ অভিযান।
জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম ও পোনা রক্ষায় উপকূলের ১৩টি জেলায় অবৈধ জাল নির্মূলে বিশেষ অভিযান চালাবে সরকার।
যৌথ এই অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌপুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেবেন বলে সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রথম ধাপে ৭-১৩ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২১-২৮ জানুয়ারি ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ এবং পিরোজপুরে এই অভিযান চালানো হবে।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী সারা দেশে মিঠাপানির জলাশয় এবং সাগরে সর্বোচ্চ জোয়ারে ১০ মিটার গভীরতায় বেহুন্দি জাল, বাদা বা কারেন্ট জালের মতো ক্ষতিকর জাল ব্যবহার নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
Leave a Reply