সাতক্ষীরার মৌতলায় পুকুরের ডুবে রিজিয়া পারভীন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের শেখ শহীদুল ইসলামের স্ত্রী ও শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালতা ঘাটা গ্রামের মৃত আলী বক্স গাজীর মেয়ে রিজিয়া পারভীন এর স্বামী শেখ শহীদুল ভোর সাড়ে পাঁচটার দিকে তার স্ত্রীকে নামাজ পড়ার জন্য ডেকে দেয় এসময় সে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও তার স্ত্রী বাড়ীতে না ফিরলে সে পুকুর ঘাটে গিয়ে দেখতে পায় পুকুর পাড়ে কাপড়র জুতা থাকলেও তার স্ত্রীকে না দেখতে পেয়ে তার চাচাত ভাই আরিজুলকে নিয়ে পুকুরে নেমে পানির নিচে খুঁজে পায় তার স্ত্রীর মরদেহ। তবে যে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। সেই পুকুরে পানি খুবই অল্প থাকায় তার মৃত্যু নিয়ে রহস্য রহস্য দেখা দিয়েছে। মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, রিজিয়া ও শহিদুলের সুখের সংসার ছিল। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply