সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে,
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন মির্জাপুর এলাকায় অভিযান চালান। এ সময় মির্জাপুর এলাকা হতে গণধর্ষণ মামলার আসামী পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার মৃত মোমিন সরদারের ছেলে মোঃ মোন্তাজ সরদার, একই গ্রামের মোঃ শহিদুল সরদারের ছেলে মোঃ সবুজ সরদার এবং মৃত ওসমান সরদারের ছেলে মোঃ বিল্লাল সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply