সাতক্ষীরার পল্লীতে এক মাদ্রাসা ছাত্রের আত্নহত্যার খবর পাওয়া গেছে, জানা গেছে,
সাতক্ষীরা সদর উপজেলার আড়ুয়াখালী গ্রামের আব্দুল আজিজ এর ছেলে, আরাফাত হোসেন (১৮) নামক এক মাদ্রাসা ছাত্র গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মৃত্যুর পরিবার ও স্থানীয় সুত্রে প্রকাশ পোল্ট্রি মুরগির খাবার দেয়াকে কেন্দ্র করে পিতা মাতার উপর অভিমান করে আজ ৩০ এপ্রিল-২০২০ সকালে গলায় উড়না জড়িয়ে আত্মহত্যা করে। সে সাতক্ষীরা সদর থানাধীন খানপুর মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয় সদর থানার এসআই কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে কারো কোন অভিযোগ না পেয়ে ময়না তদন্ত ছাড়াই মৃত্যু দেহ দাফনের অনুমতি দেন।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Leave a Reply