সাতক্ষীরা জেলার শ্যামনগরের পল্লীতে কুয়েত ফেরত এক ব্যাক্তি শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে ঘোরাফেরা করায় দায়ে ৫ হাজার টাকা জরিমানার শিকার হয়েছেন। জানা গেছে বুধবার ১৮ মার্চ-২০২০ রাতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা গেছে, শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে থাকা রনজু ইসলাম তিন দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর আইনভঙ্গ করে বাজারে আসায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply