সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি গাছে শত শত সাপের দেখা মিলেছে বিষয়টি সরেজমিনে গুজবের প্রমাণ মিলেছে। ভুল তথ্যের ভিক্তিতে গুজব রটে অলৌকিক ঘটনার সৃষ্টি করে এলাকায়। যার ফলে সরেজমিনে পরিদর্শন করে অসংখ্য মানুষ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর থেকে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খড়িয়াডাঙ্গা গ্রামে মানুষের ভিড় লক্ষ করা যায়। রীতিমতো বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হওয়ায় সেখানে জমায়েত হয় সহস্রাধীক মানুষ। সরেজমিনে দেখা গেছে গাছের উপর ডালে ২টি চিকন সাপ পেচিয়ে রয়েছে। তবে বাড়ির লোক বলছে সাপ রাতে আসে দিনে চলে যায়। কিন্তু রাতে পর্যবেক্ষণে তেমনটি দেখা যায়নি। পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সকাল ১১ টার দিকে শত শত সাপের খরব পেয়ে এলাকা পরিদর্শণ করে জানান, গড়িয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে নুর ইসলাম এর একটি খই গাছে রাতে অসংখ্য সাপের দেখা মিলছে এমনটি শুনে এখানে গিয়ে জানতে পারেন মূলত এখানে শতশত সাপ না থাকলেও দিনের আলোতে ২/৩টি সাপ দেখেছেন। গাছের মালিক নুর ইসলামের ছেলে জানান, তিনি ৪/৫ দিন আগে থেকে ঐ খই গাছটিতে সাপ দেখতে পেয়ে সাপগুলোকে আঘাত করেন। এতে তার একটি ৮০ হাজার টাকা মূলের্য গরু ও মুরগী মারা গেছে। পার্শ্ববর্তী একটি ছেলের দাবি সাপগুলোকে সে ঢিল ছুড়ে মারলে সে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এরপর থেকে ঐ সাপগুলোকে আর কেউ আঘাত করছেন না বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আরো জানান তিনি সাপ দুটিতে আঘাত করতে নিষেধ করেছেন।
Leave a Reply