সাতক্ষীরা জেলার তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তারিফ-উল-হাসান যোগদান করেছেন। তালা’র নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান এর আগে খুলনা জেলার দাকোপ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। তার পূর্বে তিনি খুলনা ডিসি অফিসে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
৩৩তম বিসিএস ক্যাডার তারিফ-উল-হাসানের জন্মস্থান চুয়াডাঙ্গায় জেলায়, নবাগত উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান জানান, তিনি তালাবাসির জন্য কাজ করতে চান। তালা উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সেটাকে আরও বেগবান করার চেষ্টা করবেন। নাবাগত উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, বুধবার (৬ জানুয়ারি) সকালে বিদায়ী নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। উল্লেখ্য, তালা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ জেলার অতিরিক্তি জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
Leave a Reply