সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে পুলিশ উপজেলার পূর্ব নলতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত ফেন্সিডিল উদ্ধার করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালান চক্রের একটি দল বস্তায় করে ফেন্সিডিল পাচার করছে এমন তথ্যের ভিক্তিতে, তাৎক্ষণিক পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে, মাদক চোরাচালান চক্রের সদস্যরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তার ভিতর থেকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় উপ-পরিদর্শক ওহিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৮)।
Leave a Reply