জিএমপি কর্তৃক “Police Cyber Support Women” এর ফেসবুক পেজে প্রাপ্ত অভিযোগের আসামী গ্রেফতার। সাইবার স্পেসে হয়রানির শিকার একজন নারী ভিকটিম “Police Cyber Support Women” সার্ভিসের ফেসবুক পেজে সাইবার স্পেসে হয়রানি সংক্রান্তে অভিযোগ করে জানান ভুয়া ফেসবুক একাউন্টে তার ছবি ও নাম ব্যবহার করে সেখানে তার ছবি দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে ফেসবুক Profile তৈরী করা হয়। এছাড়াও তার ব্যাপারে অশ্লীল কথা লিখে পোষ্ট করা হয়। অভিযোগকারীর সাথে মেসেঞ্জারে কথোপকথনে উক্ত ভুয়া ফেসবুক একাউন্ট থেকে গালি-গালাজ ও হুমকি প্রদান করা হয়। উক্ত ফেসবুক আইডি অভিযোগকারীর পরিচিত জনদের সাথে চ্যাট করে তার মানহানি করছে। হয়রানির শিকার হওয়া নারীর ভিকটিমের নিকট হতে প্রাপ্ত তথ্য প্রমান পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়। গোপন অনুসন্ধানে জানা যায় সন্দিগ্ধ আসামী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় বসবাস করে। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, এলআইসি শাখার সহায়তায় টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই কায়সার হাসানের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও অনুসন্ধানী নানা কৌশল ব্যবহার করে ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ আসামীকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষে জিএমপি, গাজীপুর এর আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২১/০৬/২০২১ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১৫.৪৫ ঘটিকার সময় অভিযুক্ত মোঃ জোবায়ের @ আবির @ ফাহিম (২১), পিতা-মোঃ আলিম উদ্দিন, মাতা-মমতা বেগম, সাং-গুনিয়ারী কান্দা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ বর্তমানে খরতৈল (কাজিম উদ্দিন ম্যানেজারের বাড়ি) ব্যাংকপাড়া, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জানায় ফেসবুকে এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই মেয়ের ফেসবুক বন্ধু ভিকটিম নারীর ছবি সংগ্রহ করে ফেইক একাউন্ট খুঁলে ভিকটিম নারীর ছবি ব্যবহার করে অশ্লীল ভাষায় তার নিকট আত্নীয় ও পরিচিতদের মেসেজ প্রদান করে এবং উক্ত একাউন্ট হতে গালি-গালাজ ও হুমকি প্রদান করেন। সে আরো জানায় একাধিক ফেইক একাউন্ট ব্যবহার করে আরো অনেক মেয়েকে সাইবার স্পেসে হয়রানী করে আসছে। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে সাইবার অপরাধের কাজে ব্যাবহৃত মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে বর্ণিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply