আমরা তো সবাই দেশের জন্য কাজ করে থাকি, তাহলে আমাদের মধ্যে এত হিংসা কেন প্রশাসন কেন সাংবাদিকদের ক্ষতি করার জন্য ঘুরে বিষয়টা বুঝতে পারতেছিনা, প্রশাসন সাংবাদিকদের কোনো মূল্যায়ন করেনা । সাংবাদিকদের কি অপরাধ সত্যকে জনগণের সামনে উঠিয়ে ধরা কি সাংবাদিকদের অপরাধ? আমার মনে হয় তাই , না হইলে সাংবাদিক সত্যগুলো জনগণের সামনে উঠিয়ে ধরে । এতে তো প্রশাসন সাংবাদিকদেরকে আরো সহযোগিতা করার কথা সেটা না করে সাংবাদিকদেরকে জায়গায় জায়গায় অপমান করা হচ্ছে কিন্তু কেন । প্রশাসনের ভিতরে কিছু কিছু লোক আছে যারা সত্যকে ধামাচাপা দেওয়ায় তাদের কাজ , আর সত্যটা যদি কেউ উঠিয়ে ধরে তবে সে তার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় , এবং তার ক্ষতি করার জন্য চেষ্টা করে তাই আমি মনে করি এই ধরনের কিছু লোক প্রশাসনে রয়েছে তাদেরকে বের করে চাকরি থেকে বের করে দেওয়া উচিত কিছুকিছু লোকের জন্য প্রশাসনের বদনাম হচ্ছে । দেশের বদনাম হচ্ছে, আইনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমরা সাংবাদিক ভাই ও বোনেরা রাষ্ট্রের কাছে একটা জিনিস চাই সেটা হলো আমরা যেমন আইন প্রশাসনকে সম্মান করি ঠিক তেমনি যেন সাংবাদিকদেরকেও প্রশাসন শ্রদ্ধা সম্মান করেন এবং কি সকল সাংবাদিকদের নিরাপত্তা চাই মনে রাখবেন পুকুরে একটা প্যানা থাকলে পুরা পুকুর প্যানা ভরে যায়, তেমনি ডিপার্টমেন্টে একটা খারাপ লোক থাকলে ডিপার্টমেন্টের অনেক লোক খারাপ হয়ে যায় দেখাদেখি তাই খারাপ দের কে ডিপার্টমেন্ট থেকে বের করে দিতে হবে আমরা গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা দেশের নানান জায়গায় মিথ্যে হয়রানিমূলক মামলা ও নির্যাতনের শিকার হচ্ছে এগুলো হচ্ছে শুধুমাত্র প্রশাসনের গাফিলতির কারণে আমি আবারো বলছি আমরা গণমাধ্যমকর্মীরা নিরাপত্তা চাই হিংসা নয় ভালোবাসা চাই সবাই মিলে দেশের জন্য কাজ করতে চাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে চাই
Leave a Reply