সিরাজগঞ্জ জেলা শহজাদপুর থানায় উদ্যোগে-দৈনিক প্রথম আলো’র অনুসন্ধানী জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ই মে) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা থানা পর্যয়ে দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার কে এম নাসির উদ্দিন উক্ত মানববন্ধনে-দৈনিক প্রথম আলোর- জৈষ্ঠ্য অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলায় গ্রেফতারে তীব্র প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন। প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, আবুল কাশেম(দৈনিক নয়া দিগন্ত),এমএ জাফর লিটন(দৈনিক যায়যায়দিন), হাসানুজ্জামান তুহিন(দৈনিক প্রতিদিনের সংবাদ), এছারাও উপস্থিত ছিলেন, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, দৈনিক ইত্তেফাকের শফিউল হাসান চৌধুরী লাইফ, ওমর ফারুক(এশিয়ান টিভি), আল আমিন হোসেন(দৈনিক দিনকাল), আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ) ,কোরবান আলী লাভলু(দৈনিক সমকাল), মোঃ মামুন রানা (দৈনিক বাংলাদেশ সময়), সাগর বসাক (করতোয়া), মামুন বিশ্বাস ( ভোরের পাতা),জহুরুল ইসলাম(দৈনিক আমার সংবাদ), জাকারিয়া মাহমুদ(মাই টিভি), মো: শফিকুল ইসলাম পলাশ ( দৈনিক দোলনচাপা), নয়ন আলী(দৈনিক সময়ের আলো), আবুল হাসনাত টিটো(দৈনিক এশিয়ার বাণী),জেলহক হোসেন(দৈনিক ভোরের ডাক),আরিফ হোসেন(দৈনিক ডেলটা টাইমস),নূপুর কুমার রায়(জাগরণী টিভি), প্রমুখ। এছাড়া অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পন। এ জন্যই মহামারি করোনাকালে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করছে। সাংবাদিক রোজিনা সেই সারির একজন সম্মুখ যোদ্ধা। এতে সাংবাদিকরা সরকারের প্রশংসিতও হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ধরনের কর্মকা- হচ্ছে তা সরকার প্রধানকে জানাতেই তিনি কাজ করছিলেন। আপোষহীন সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়।
Leave a Reply