দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ এর কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ২০ মে সকাল ১০.৩০ মিনিটের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরুন দাস, সাংবাদিক ফোরামের সভাপতি জাকির জমাদ্দার, সাংবাদিক ক্লাবের সভাপতি তালুকদার মোঃ জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটির সভাপতি দিন মোহাম্মদ দিনু,এশিয়ান টেলিভিশনের বাকেরগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা, তালাশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বি এম ফয়সাল আহাম্মেদ সবুজ, প্রথম সকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ জিয়াউল হক অাকন, আজকের পরিবর্তন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ পলাশ হাওলাদার, বরিশালের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রিয়াজ শরীফ, দক্ষিণের মুখ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জহিরুল হক, প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী রিপোটার সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্তে মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময়ে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর দাবি জানান সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকেন, মাই টিভির উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, এম টিভি ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, সত্য সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সাঈদ হোসেন, বরিশাল মুখপত্র পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম খান মাহফুজ, অপরাধ বিচিত্রা প্রতিনিধি শহিদুল ইসলাম, আলোকিত বরিশাল পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি বিল্লাল হসেন রিয়াজ, মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, দৈনিক সকালবেলা পত্রিকার প্রতিনিধি খান মেহেদী, সাংবাদিক মনির হোসেন, দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিনিধি এমএইচ কামাল, মারতি জগৎ পত্রিকা বাকেরগঞ্জ প্রতিনিধি আমির হোসেন প্রমুখ।
Leave a Reply