মাতৃজগত টিভি ডেস্ক:
টেকনাফের বহিস্কৃত ওসি প্রদীপের রোষানলে থাকায় ওসি প্রদীপের নির্দেশে টেকনাফের হোয়াইক্যং হাজী আবুল হাশেমের ছেলে মফিজ আহাম্মদ ইকবালকে বাদী করে দায়ের করা চাঁদাবাজির সাজানো মামলায় সাংবাদিক ফরিদুল মোস্তফার আজ জামিন হয়েছে।
১৮ আগষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ দীর্ঘ শুনানির পর সন্তুষ্ট সহাকারে জামিন প্রদান করেন। মামলার জিআর নং ৭৯৮/১৯ টেকনাফ। আজ ১২ টায় এই জামিন হয়।
সাংবাদিক ফরিদুল মোস্তফার পক্ষে জামিন শুনানী করেন এড. আবদুল মন্নান, বারের সাবেক সভাপতি সিনিয়র আবু কালাম ছিদ্দিকী, এড.আবুল কাশেম, এড. রেজাউল করিম, এড. সাইফুদ্দিন খালেদ, এড.মঈনুল আমিন, এড.ইমরুল শরিফ প্রমূখ।
Leave a Reply