টাঙ্গাইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারী মাদক সম্রাট ফজল মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।
বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ করে আয়োজকরা দ্রুত হামলার মদদদাতা মাদক সম্রাট ফজল মণ্ডলকে আইনের আওতায় আনার দাবি করেন। একই সঙ্গে হামলার জড়িত অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। হামলায় ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক আহত হন।
Leave a Reply