মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার স্টাফ রিপোর্টার মুহাম্মদ মতিন খন্দকার। বগুড়া জেলা সদর উপজেলার জামিলনগরের মুহাম্মদ মতিন খন্দকার জাতীয় দৈনিক মাতৃ জগতের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়।
গত ২৬ নভেম্বর রোজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্পাদক খান সেলিম রহমান ও নির্বাহী সম্পাদক এসএম জীবন রাজশাহী ব্যুরো প্রধান মাহিদুল হাসান মাহি প্রমুখ তাকে এ উপহার প্রদান করেন। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ও সাহসিকতার সাথে সংবাদ সংগ্রহ করার কারণে বগুড়ার আরো পাঁচজনকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। মাতৃ জগত এর সম্পাদক খান সেলিম এর উপস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জননেতা সাধন মজুমদার এমপি(মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়)
বিশেষ আলোচক জননেতা আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা (মাননীয় সংসদ সদস্য ঢাকা ১৬)
বিশেষ অতিথি জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (মাননীয় সংসদ সদস্য ভোলা ৩)
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প-স্থাপক এম এ. এ সৌরভ খান সভাপতি (বাংলাদেশ জাতির পিতা পরিষদ কেন্দ্রীয় কমিটি) প্রমূখ।
Leave a Reply