বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ঔষধ ফার্মেসীগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে সরিষাবাড়ী হাসপাতাল সংলগ্ন ও শিমলা বাজার এলাকায় বেশ কয়েকটি ঔষধ ফার্মেসীগুলোতে এ অভিযান চালানো হয় ।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অপরিচ্ছন্নতা ও লাইসেন্স না থাকার কারণে ৭টি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, সরিষাবাড়ী হাসপাতালের সম্মুখে ভাই ভাই মেডিকেল হল ৩ হাজার, মাহাদী মেডিকেল হল ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল হল ২ হাজার, মাওয়া মেডিসিন কর্ণার ১ হাজার, ইউসুফ মেডিকেল হল ২ হাজার এবং শিমলা বাজার ভাই ভাই সার্জিক্যাল এন্ড মেডিসিন হল ১ হাজার ৫’শত টাকা ও অঞ্জলী ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও জেলা সহকারী পরিচালক গৌরী রানী বসাক প্রমুখ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581