সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমদ হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার ২০ ফেব্রুয়ারি ৫০০ আসন বিশিষ্ট ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর শিশা,জি এস এম মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মির্জা গোলাম রব্বানী রিপন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান সজিব, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক খাবিরুল ইসলাম খান বাবু, যুগ্ম আহবায়ক তারিফ হোসেন বাবু, কলেজের শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । উল্লেখ,জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ৫০০ আসনেট ৫ তলা পানাউল্লাহ আহমদ হল ভবনটি নির্মাণ করছে তমা কন্ট্রাকশন এবং মির্জা কন্ট্রাকশন।
Leave a Reply