সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

সন্দ্বীপের ব্যবসায়ী লাতু সওদাগর এর বিরুদ্ধে সম্ভাব্য লকডাউনের খবরে একদিনে পন্যের দাম বাড়িয়ে দেওয়া সহ নানান অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ সন্দ্বীপের ব্যবসায়ী লাতু সওদাগর এর বিরুদ্ধে সম্ভাব্য লকডাউনের খবরে একদিনে পন্যের দাম বাড়িয়ে দেওয়া সহ নানান অভিযোগ।

পুনরায় সম্ভাব্য লকডাউনের খবর শুনে পন্যের দাম বাড়িয়ে দিলো সন্দ্বীপ টাউনের বিশিষ্ট্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শামসুল আলম এন্ড ব্রাদার্স।যার সত্বাধীকারী শামসুল আলম প্রকাশ লাতু সওদাগর।শুধু পন্যের দাম বৃদ্ধি নয় অসাধু উপায়ে পন্য মজুদ করে সন্দ্বীপের পন্যের বাজার অস্থীতিশীল করা বা বাজার নিয়ন্ত্রন করা সহ ৩দিন আগে বা গত ৪ জুন একটি প্রতিষ্ঠানে ত্রানের সামগ্রী সরবরাহ করার জন্য দরপত্র প্রদান করে চুক্তিবদ্ধ হওয়ার পর সে মালামাল সরবরাহ করতে অস্বীকৃতি প্রদান করে এবং উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে খুবই খারাপ আচরন বা গালাগাল করার অভিযোগ ও উঠেছে স্বয়ং লাতু সওদাগরের বিরুদ্ধে।তথ্য সুত্রে জানা যায় অক্সফ্যাম ও এসডিআই’র যৌথ উদ্যোগে পরিচালিত রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই’র মানবিক কাজের অংশ হিসেবে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২৫০ পরিবারে ত্রান বিতরনের সিদ্ধান্ত নেওয়ার পর তাদের ক্রয় কমিটির তিন জন সদস্য মিলে মেসার্স শামসুল আলম এন্ড ব্রাদার্স এর সত্বাধীকারী লাতু সওদাগর থেকে তার দোকানের ছাপানো প্যাডে লাতু সওদাগরের স্বাক্ষর সংবল্বিত একটি কোটেশন সংগ্রহ করে গত ৪ জুন । যে কোটেশন মোতাবেক আগামী ১০ জুনের মধ্যে যে কোন দিন সেই মুল্যে সরকারী বিধি মোতাবেক ৩% ট্যাক্স সহ বা টিন সার্টিফিকেট থাকলে ২% ট্যাক্স সহ ২৫০ জনের জন্য ৬ টি উপকরন সরবরাহের কথা। শর্ত মোতাবেক আজ ৭ জুন দুইজন কর্মকর্তা পন্য গুলোর ওয়ার্ক অর্ডার নিয়ে পন্য সরবরাহের কথা বললে লাতু সওদাগর পন্যের দাম বৃদ্ধির কথা বলে নির্ধারিত মুল্যে পন্য বিক্রয় করবেনা বলে সাফ জানিয়ে দেয়। তখন তারা শর্ত অনুযায়ী মাল প্রদান কেন করবেননা জিজ্ঞেস করলে তাদের সাথে খুবই খারাপ আচরন বা গালাগাল করে তাড়িয়ে দিয়েছেন বলে জানান। এরপর তারা মানষিক ভাবে হেনস্থা হয়ে একই দিন বিকালে ডকুমেন্ট সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরনাপন্ন হন।তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন পুলিশ প্রশাসন ও নৌ-বাহিনীর সদস্য সহ সে দোকানে গিয়ে কোটেশন মোতাবেক মাল পরিবহন করবেনা কেন প্রশ্ন করলে লাতু সওদাগর পন্যের মুল্য বৃদ্ধি ও ট্যাক্স প্রদানের বিষয়টি অস্বীকার করেন এবং ওনার সামনেও রুঢ় আচরন করেন এসডিআই’র কর্মকর্তার সাথে। সে সাথে তিনি কখনো ট্যাক্স প্রদান করেননা বলে উল্লেখ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক কেন ট্যাক্স প্রদান করতে হবে তার একটি পরিপত্র পড়ে শুনান এবং ওনাকে পড়ে দেখতে বলেন। তখন সে পরিপত্র পড়ে ট্যাক্স সহ বেশী দামে পন্য সরবরাহ করা যাবে বলে মতামত প্রদান করলে,নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে অর্ধেক হারে ট্যাক্স প্রদান সিদ্ধান্ত দিয়ে মালামাল সরবরাহ করতে নির্দেশ দেন। এরপর নির্বাহী ম্যাজিট্রেট চলে যাওয়ার সাথে সাথে সে এসডিআই’র কর্মকর্তাদের কে এবং সঙ্গে থাকা সংবাদ কর্মীকে গালাগাল করলে তারা নিরবে তা সহ্য করে চলে আসেন। এবং সেই সংবাদ কর্মীকে ও আমাদের প্রতিবেদককে বলেন যেখানে ডকুমেন্ট থাকা সত্বেও সম্ভাব্য লক ডাউনের কথা শুনে পুর্বের ক্রয়কৃত পন্যের দাম বৃদ্ধি করে সচেতন গ্রাহকের সাথে সে প্রতারনা করে ও গালমন্দ করে সেখানে সাধারন ক্রেতারা তাদের কাছে কতটা অসহায়।এ ব্যাপারে তারা স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান।এছাড়াও সাধারন ক্রেতারা জানান সন্দ্বীপের মুল আড়তদার এই লাতু সওদাগর।সে অবৈধ ভাবে সব সময় পন্য মজুত করে এবং পুরো সন্দ্বীপের পন্যের মুল্য নিয়ন্ত্রন করে অসাধু পন্থায়। সাধারন জনগন এই ধরনের আড়ৎদারদের আড়তে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখে পন্যের মুল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581