উপজেলা প্রেসক্লাব- উখিয়া এর সদস্য ও বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি, দৈনিক বিশ্লেষণ প্রত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি, পাক্ষিক উত্তরণের সম্পাদক মারজান চৌধুরী গত ২ জুলাই জামতলি রোহিঙ্গারা ফার্মেসির আড়ালে চালাচ্ছে ইয়াবা ব্যবসা! স্থানীয়দে মাতায় হাত। শিরোনামের সংবাদটি বিভিন্ন অনলাইন নিউজে প্রচারিত হয়। ৪ জুলাই তাকে উল্লেখ্য নিউজে রোহিঙ্গা ডাক্তারেরা নিষিদ্ধ সংগঠন ‘আলিকিনের’ মাধ্যমে জামতলি রোহিঙ্গা বাজারে কর্মস্থল অফিসে বাদে মাগরিব প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলা প্রেসক্লাব-উখিয়া এর অস্থায়ী কার্যলয়ে জরুরী নির্বাহী কমিটির সভা আহবান করা হয়।
উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাকুর মাহমুদ চৌধুরী এবং তানভীর শাহরিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রশিদ মিজান, কামাল উদ্দিন আজিজি ও নুরুল বশর সহ নেতৃবৃন্দ।
গত শনিবার বিকেলে জামতলি ১৫ রোহিঙ্গা বাজারে অফিস কার্যালয়ে হুমকি দেয় Í এ ঘটনায় সাংবাদিক মারজান চৌধুরী আইনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে।
সভায় ব্যক্তরা বলেন, সাংবাদিক পেশায় জড়িত হওয়ার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন সাংবাদিক মারজান চৌধুরী । গত শনিবার বাদে মাগরিব কর্মস্থলে অফিস কার্যলয়ে নিউজের উল্লেখিত রোহিঙ্গা ডাক্তাররা মুখোশ ধারি ‘আলিকিন’ সদস্য পরিচয়ে সাংবাদিক মারজান চৌধুরী কর্মস্থল অফিসে প্রাণে মেরে পেলবে বলে হুমকি দিয়ে যায়।
হুমকি দেয় – একটি কথা বলতে চাই, তুমি আমাদের রোহিঙ্গা ফার্মেসি দোকানদারের নামে নিউজ করছ কেন? তুমি আমাদের নজরে পড়েছ! বাছতে পারবেনা! এবং তোমার অফিসে আর আসিওনা, আসলে খবর আছে। আমাদের বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করে কিছুই করতে পারবিনা, পুলিশ কে টাকা দিলে সব কিছু করা যাই। শুন টাকা থাকলে পুলিশদের মত বড় বড় অফিসারদের কেনা যায়।
সভায় নিন্দা প্রস্তাব এনে বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply