শ্রীমঙ্গল ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার জামিয়া লৎফিয়া আওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে ছদরে মুহতামিম আলহাজ্ব মাওলানা শেখ নূরে আলম হামিদী হাফিজাহুল্লাহ’র আমন্ত্রণে যুগশ্রেষ্ঠ ওলী হযরত শায়খে বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত, ফেদায়ে ইসলাম আল্লামা খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতি বিজড়িত জামিয়া লৎফিয়া আওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার হিফজ বিভাগ পরিদর্শনে আসেন। বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন নাছিরী বরুণার মাদরাসার হিফজ বিভাগে ছাত্রদের মধ্যে মশক্ব প্রদান করে শায়খে বরুণীর হাতেগড়া পুরাতন মসজিদ ও মাকবারা জিয়ারাহ করেন। যাওয়ার মুহুর্তে সংক্ষিপ্ত অনুভূতিতে তিনি বলেন ছাত্রদের প্রতিভা দেখে আশান্বিত হয়েছি। ক্ষুদে শিক্ষার্থীদের যথাযথভাবে গাইড দিলে অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব। তিনি আরো বলেন, প্রবাসে অবস্থান করেও বরুণা মাদরাসার নায়েবে ছদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী ও প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী হাফিজাহুল্লাহ’র সুদূরপ্রসারী চিন্তা ও উম্মাহ দরদী মন অত্যন্ত এখলাস আর স্বচ্ছতার জবাবদিহির মধ্যে দিয়ে যেভাবে জামিয়া বরুণাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যিই প্রশংসার দাবিদার। এ সময় উপস্থিত ছিলেন বরুণা মাদরাসার নায়েবে ছদরে মুহতামিম আলহাজ্ব মাওলানা শেখ নূরে আলম হামিদী, সহকারী শিক্ষাসচিব হাফেজ মাওলানা শফিউল আলম, হিফজ বিভাগ প্রধান হাফেজ হাফিজুর রহমান আকন্দ, ইকরামুল মুসলিম মৌলভীবাজার’র প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়াসহ জামিয়া বরুণার হিফজ বিভাগের সম্মানিত উস্তাদবৃন্দ। আল্লাহপাক দেশ ও জাতির কল্যাণে এই প্রতিষ্ঠানকে কুরআনের খেদমতে রুল মডেল হিশেবে যেন কবুল করেন। আমীন
Leave a Reply