শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে উপজেলার সিন্দুরখান এলাকা থেকে ১৮৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম শরিফ উদ্দিন (২৯)। সে শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৯ জুন শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ গ্রামের তার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ধাওয়া করে ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এবিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার সোহেল রানা দৈনিক মাতৃজগত পত্রিকা কে জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর দিকনির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদক মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৮৫ পিস ইয়াবাসহ শরিফ উদ্দিন (২৯) কে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply