স্টাফ রিপোর্টার মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে(২২জুলাই) বুধবার রাত ৯ ঘঠিকায় করোনাভাইরাসের বিস্তার রোধ করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগনকে পাবলিক প্লেসে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে এবং যথাসম্ভব ভীড় এড়িয়ে চলতে আহবান করার জন্য শ্রীমঙ্গল চৌমুহনাতে একটি নাগরিক মঞ্চ উদ্বোধন করা হয়। মঞ্চটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন এই সচেতন নাগরিক মঞ্চ থেকে শ্রীমঙ্গল উপজেলার সকল শ্রেনী পেশার ব্যক্তিবর্গ জনগণকে সচেতন করার উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বক্তব্য দিতে পারবেন এবং বক্তব্য দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী অফিসার মো:নজরুল ইসলাম, সহকারি ভূমি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন , শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী,এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply