স্টাফ রিপোর্টার মোঃ জালাল উদ্দিন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার রাতে(২০পিস) ইয়াবা ট্যাবলেটসহ (৩জন)কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আসামিরা হলেন শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের ছিক্কা এলাকার বাসিন্দা সাকিল মিয়া (২৩),রাজন মিয়া(২৫),রায়হানুল ইসলাম জয়(২৬),নামে তিন জনকে সাতগাঁও এলাকার রোশনী অটো রাইস মিলের পাশ থেকে গ্রেফতার করা হয়।
একই রাতে পৌর শহরের ডাক বাংলো পুকুর পাড় এলাকার বাসিন্দা মিঠুন শীল (৩৫) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে (৫১) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও চুরির মামলায় আলমগীর হোসেন (৩৫) এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি নিজামুদ্দিন (২৭) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আজ ২৫ জুলাই (শনিবার) আইনি প্রক্রিয়া গ্রহণ করে তাদের সবাইকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক দৈনিক মাতৃজগতকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে (৪জনকে) ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
চুরির মামলায়(১জন)ও ওয়ারেন্টভুক্ত আসামি(১জন) কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করতে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply