স্টাফ রিপোর্টার: মোঃ জালাল উদ্দিন।
মৌলভীবাজার শ্রীমঙ্গলে আজ রবিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে পাঁচ টার দিকে স্বাক্ষর দেব (১৭) নামে নিখোঁজ এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
থানা পুলিশ জানায়,উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের(২নং) সেকশনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত কলেজ ছাত্র স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব এর পুত্র। সে শ্রীমঙ্গল সরকারী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে (৪টা) থেকে স্বাক্ষরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন পরিবারের পক্ষে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, স্বাক্ষর দেব এর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃতদেহের পাশে ফান্টার বোতলে ঘুমের ঔষধ পাওয়া গেছে। তিনি বলেন ময়নাতদন্তের পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি তাকে কেউ হত্যা করেছে।
Leave a Reply