ঘটনাটির বিবরণে জানা যায়, বালুর গাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়।রাজপাড়া গ্রামের একলোক গাড়ির ড্রাইভারকে গালাগালি করে।পরে দুজনের মধ্যে হাতাহাতি ও মারধোর শুরু হয়। গাড়ির ড্রাইভার ছিলো আলিশারকুল গ্রামের বাসিন্দা। এই দুইজনের ঘটনা থেকে সুত্রপাত হয়। পরে রাজপাড়া ও আলিশারকুল দুই গ্রামের লোকজন পক্ষ বিপক্ষ হয়ে বড় ধরনের মারামারি ও সাংঘর্ষিক ধন্দের উপক্রম হয়। শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া ও আলিশাকুর এই দুই গ্রামের লোকজন চরম উত্তেজিত হয়ে দা, খন্তিসহ লাঠিসোটা নিয়ে সংঘর্ষের মুখোমুখি অবস্থা বিরাজ করছিলো। ঠিক সেই মুহুর্তে শ্রীমঙ্গল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ১৫-০৫-২০২০ এ রাতে সংঘটিত হয় বলে জানা যায় স্হানীয় সূত্রে।
Leave a Reply