গাজীপুরে শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকার বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব মোঃ বোরহান উদ্দিন সাহেব এর, সন্তান মোঃ হানিফ চাঁন পীর সাহেব এর ৮ তম বাৎসরিক উরস শরীফ ও একদিন ব্যাপী মহতি অনুষ্ঠান ১৩/০২/২০২০ইং বৃহস্পতিবার, পালিত হয়।
প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, মেয়র শ্রীপুর পৌরসভা, ও গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আ, জ, ম, এনামুল হক। পৃষ্টাপোষকতায়, ছিলেন মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতাসদস্য, মসজিদ মোড়ের মসদিজের সাধারন সম্মাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আলী আজগর বি.কম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব মোঃ মোজ্জামেল হক। শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগ নেতা, মোঃ হানিফ চাঁন পীর সাহেবের সুযোগ্য সন্তান, মোঃ ইমন শেখ। মোঃ শওকত ইসলাম মন্ডল। বাউল গান পরিবেশন করেন বইরাবরিপাক দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর। পীরে কামেল মোঃ সিরাজুল ইসলাম(সিরাজ) হানিফ চাঁন পীর সাহেব এর ভাতীজা, মোঃ মোজামেল হক। হানিফ চাঁন পীর সাহেব এর ভক্ত, মোঃ সায়েম শেখ। সহ আরো অনেক শিল্পীবৃন্দ।
Leave a Reply