গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড মাওনা চৌরাস্তায় ত্রাণ চাওয়ায়, শারীরিকভাবে অক্ষম এক ভিক্ষুককে ঝাড়ুপেটা করেছে।
শ্রীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর, ইজ্জত আলী ফকির (৫০) ও তার বড় ছেলে রাসেল ফকির (২৫)।
এ ঘটনায় নির্যাতনের স্বীকার, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মৃত সুরুজ আলীর সন্তান তোফাজ্জল হোসেন (৪৫)।
বর্তমানে তিনি শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা সংলগ্ন মাসুদ উকিলের বাড়ীর ভাড়াটিয়া।
নির্যাতনের স্বীকার তোফাজ্জল হোসেন, মাতৃজগত টিভিকে, জানান।
আমার স্ত্রী ও চার সন্তান রয়েছে, অভাবের কারণে
১১/০৫/২০২০ইং সোমবার পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর, ইজ্জত আলী ফকিরের বাসায় গেলে প্রথমে আমাকে খারাপ ভাষায় গালি দেয়, পরে কাউন্সিলর নিজে, শলার ঝাড়ু দিয়ে আমাকে পিটিয়েছে। ও আমার স্ত্রীকে বাইরে বের করে দেয়। বাইরে বের করার পরও ঝাড়ু দিয়ে অনেক মারধর করে। কাউন্সিলরের বড় ছেলে, রাসেল ফকির, মারপিট করতে উদ্যত হয়। আর কোনোদিন তার বাড়ীতে গেলে আরও ব্যাপকভাবে মারধর করবে বলে হুশিয়ারি দেয়।
নির্যাতনের স্বীকার তোফাজ্জল হোসেন, মাতৃজগত টিভিকে, আরো জানান।
আমাকে কিছু না দিলে না দিতো, মারলো কেন, আমাকে মারার জন্য তার বিচার চাই।
পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইজ্জত আলী ফকির, মাতৃজগত টিভিকে জানান।
তোফাজ্জল হোসেন একজন ভিক্ষুক, আমি তো বালা, বালা, মাইনষেরে মারিনা। এই ধরনের রেকর্ড আমার নাই, এটা ভুয়া, ওই ভিক্ষুক যাদের বাড়ীতে থাকে এটা তাদের যড়যন্ত্র।
নির্যাতনের স্বীকার তোফাজ্জল হোসেন, বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে, ১২/০৫/২০২০ইং মঙ্গল বার শ্রীপুর মডেল থানায়, একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী,
মাতৃজগত টিভিকে জানান।
ঝাড়ু দিয়ে মারধর করেছে এই মর্মে একটা অভিযোগ পেয়েছি। যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply