গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন দক্ষিণ বারতোপা গ্রামে গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় কর্মকর্ত আব্দুল মান্নান (৩৮)কে লাঠি দিয়ে পিটিয়ে নগত ৫০,হাজার ৭০০,টাকা ২৭/১/২০২০ইং সোমবার সকাল ১১,টার দিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সাবিনা ইসলাম, জানান। দক্ষিণ বারতোপা মহিলা সমিতি থেকে উত্তোলিত নগত ৫০,হাজার ৭০০,টাকা ছিনিয়ে নেয়। আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সাবিনা ইসলাম, আরো জানান। কে বা করা এই হামলা করেছে তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত করা যায়নি। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই রফিকুল ইসলাম, জানান। এ সংক্রান্ত কোনও অভিযোগ এখনো পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply